সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময় হতাশা থেকে মুশফিকুর রহীম বলেছিলেন ‘টেস্ট না জিতলেই ভাল ছিল।’ এমন কথার কারণটা ছিল- টস জিতে সঠিক সিদ্ধান্তটা নেয়া হয়নি। আরো একবার টস ভাগ্য বাংলাদেশের পক্ষে থাকল। আগের ওয়ানডেতে প্রথমে ব্যাট হাতে নামলেও বুধবার টাইগাররা বেছে নেয় বোলিং। এবারো মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিক হল না। কারণ দক্ষিণ আফ্রিকা টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩৫৩ রান। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এবিডি ভিলিয়ার্স।
ম্যাচে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তামিম ইকবাল। এই ওপেনার ফেরায় বাদ পড়লেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। একটিই পরিবর্তন একাদশে। দক্ষিণ আফ্রিকা চোটের কারণে নেই ডেভিড মিলার। তার বদলে দলে ফারহান বেহারদিন।
ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে এসেছে ৯০ রান। কুইন্টন ডি কককে ফেরান সাকিব আল হাসান। ৪৬ রান করেন তিনি। এরপর সেই সাকিবই তুলে নেন ফাফ ডু প্লেসিসের উইকেট।
সেঞ্চুরির পথে থাকা হাশিম আমলাকে ফেরান রুবেল হোসেন। ৯২ বলে ৮৫ রানে আউট তিনি। ডি ভিলিয়ার্সের ২৫তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ব্যাটে ক্যারিয়ার সেরা ১৭৬ রান। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করেন তিনি। এবার সেই ইনিংসকেও ছাড়িয়ে গেলেন ভিলিয়ার্স।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
Discussion about this post