সফরকারী পাকিস্তানকে প্রথম ওয়ানডেতে হারিয়ে চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু তারপর বাকি দুই ওয়ানডেতে সেই পুরনো চেহারার জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা এনেছিল পাকিস্তান। আর শনিবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জিম্বাবুয়েকে ১০৮ রানের বড় ব্যবধানে হারাল পাকিস্তান। ফলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান ২-১ ব্যবধানে। টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান ৫০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ২৬০ রান। জবাবে ৪০ ওভারে ১৫২ রানেই শেষ জিম্বাবুয়ে।
পাকিস্তানের টপ অর্ডার এ ম্যাচে বেশ ভালো করেছে। আরও একবার দলের হয়ে সর্বাধিক ৬৭ রান করেন অধিনায়ক মিসবাহ-উল-হক। এছাড়া হাফসেঞ্চুরি (৫৪) করেন আহমেদ শেহজাদও। নাসির জামশেদ ৩৮ ও উমর আমিন ৩৩ রান করেন। জিম্বাবুয়ের মিডিয়াম পেসার চাতারা ৩ উইকেট নেন ৪৮ রানে।
জয়ের লক্ষ্য ২৬১ রান তাড়া করে জিম্বাবুয়ে কখনই ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। ৮৭ রানেই ৬ উইকেট পড়ার পর ম্যাচের ফল জানতে কারও বাকি ছিল না। আসলে তিন স্পিনার মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল ও আবদুর রেহমানই জিম্বাবুয়েকে শেষ করে দেন। প্রত্যেকেই পান ২টি করে উইকেট। জিম্বাবুয়ের ওয়ালার দলের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন। ম্যাচ সর্বোচ্চ ইনিংস খেলে মিসবাহই হন ম্যাচসেরা। তবে তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ২৩২ রান করে সিরিজসেরা হয়েছেন হাফিজ।
সংক্ষিপ্ত স্কোর–
পাকিস্তান : ২৬০/৬, ৫০ ওভার (মিসবাহ ৬৭, শেহজাদ ৫৪, জামশেদ ৩৮, আমিন ৩৩, হাফিজ ২৬*, সরফরাজ ২২; চাতারা ৩/৪৮)।
জিম্বাবুয়ে : ১৫২/১০, ৪০ ওভার (ওয়ালার ৪৮, টেলর ২৬, মাসাকাদজা ২৫, উতসেয়া ২৩; রেহমান ২/২৩, আজমল ২/১৫, হাফিজ ২/৪০)।
ফল : পাকিস্তান ১০৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মিসবাহ-উল-হক।
সিরিজসেরা : মোহাম্মদ হাফিজ।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১-এ জয়ী।
Discussion about this post