সবাইকে চমকে দিয়ে দিয়ে একদিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান। তারা জেতায় ক্ষতি হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের। রেটিং পয়েন্টও বাড়লেও ছয় থেকে সাতে নেমে গেছে টাইগাররা। ছয় নম্বরে এখন সরফরাজ আহমেদের পাকিস্তান। সাত নম্বরে এখন মাশরাফি বিন মতুর্জার দল।
৯৩ রেটিং পয়েন্ট নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারায় মাশরাফিরা। সেমিফাইনালে ভারতের কাছে হারলেও রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ হয়েছে। কিন্তু বিরাট কোহলিদের হারিয়ে এ টুর্নামেন্টের ট্রফি জেতার পর ৯৫ পয়েন্ট নিয়ে টাইগারদের পেছনে ফেলল পাকিস্তান। ৯৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলঙ্কা।
১১৯ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। ১৬ পয়েন্ট নিয়ে তিনে ভারত। সেরা পাঁচে আছে ইংল্যান্ড (১১৩) ও নিউজিল্যান্ড (১১১)।
একনজরে-
র্যাঙ্কিং দল রেটিং পয়েন্ট
১ দক্ষিণ আফ্রিকা ১১৯
২ অস্ট্রেলিয়া ১১৭
৩ ভারত ১১৬
৪ ইংল্যান্ড ১১৩
৫ নিউজিল্যান্ড ১১১
৬ পাকিস্তান ৯৫
৭ বাংলাদেশ ৯৪
৮ শ্রীলঙ্কা ৯৩
৯ উইন্ডিজ ৭৭
১০ আফগানিস্তান ৫৪
Discussion about this post