নিষেধাজ্ঞার কারণে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচটি খেলা হচ্ছে না মাশরাফি বিন মতুর্জার। শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ওয়ানডেতে নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশ অধিনায়কের।
এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শাস্তি পাওয়ায় প্রথম ম্যাচটি খেলা হচ্ছে না মাশরাফির। তার বদলে আয়ার্যান্ডের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ১২ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারে ৭০ রানে। সেই ম্যাচে বোলারদের দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করাতে পারেননি ক্যাপ্টেন মাশরাফি। এমনিতে আইসিসির নিয়মে সেই ম্যাচে অধিনায়কসহ বাকি সবার ম্যাচ ফি কেটে নেওয়া হয়। মাশরাফির ৪০ শতাংশ ও বাকিদের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছিল।
আইসিসির নিয়মে অাছে ১২ মাসের মধ্যে দুই ম্যাচে এমন শাস্তি পেলে আরও বড় শাস্তি পেতে হয় ক্যাপ্টেনকে। নিষিদ্ধ হতে হয় এক ম্যাচ। মাশরাফির বেলায় তাই হয়েছিল।
এর অাগে স্লো ওভার রেটের কারণে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে নিষিদ্ধ হয়েছিলেন ম্যাশ। তখনো নেতৃত্বে দেখা গিয়েছিল সাকিবকে।
Discussion about this post