রকিবুল হাসান যেন নিজের সেই সেরা দিনটাই ফিরে পেয়েছিলেন। মোহামেডান অধিনায়ক ব্যাট হাতে সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রীতিমতো ঝড় তুললেন। তার দারুণ ব্যাটিংয়েও অবশ্য দল জয়ের দেখা পেল না। আবাহনীর ৩৬৬ রানের জবাবে চির প্রতিদ্বন্ধী মোহামেডন ২৭ রানে হারলেও আলোচনায় থাকলেন রকিবুল।
কারণটাও সংগত। এদিন যে তার ব্যাট থেকে এসেছে ১৯০ রান! যা রীতিমতো রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে লাল-সবুজদের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি রকিবুলের। খেলেন অপরাজিত ৩১৩ রানের দারুণ এক ইনিংস। দেশের হয়ে দুই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড এখন রকিবুলের।
এইতো এবারই ঢাকা লিগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১৫৭ রান করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।সেই রেকর্ডটা সোমবার ভাঙ্গলেন রকিবুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের মাঠে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন তার।
এদিন বিকেএসপির চার নম্বর মাঠে ৩০ বলে আসে রকিবুল করেন হাফসেঞ্চুরি। সেঞ্চুরি ৬২ বলে। ১০৭ বলে স্পর্শ করেন দেড়শ রান। ১৩৮ বলে খেলে করেন ১৯০। ইনিংসে ছিল ১৭টি চার আর ১০টি ছক্কা।
এমন ইনিংস খেলার পর দল হারলেও ম্যাচসেরা রকিবুল হাসানই!
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ৩৬৬/৫ (লিটন ১৩৫, সাদমান ২৮, নাজমুল ১১০, সাইফ ২৯, মিঠুন ৫, শুভাগত ৪৮*, আফিফ ৬*; রাব্বি ১/৭৮, তাইজুল ৩/৫৭, সাজেদুল ০/৮১, এবাদত ৪/৩৪, আসালঙ্কা ০/৭০, শামসুর ১/৪৫)
মোহামেডান: ৩৩৯/৯ (অভিষেক ৩, রনি ১৯, শামসুর ১৪, আসালঙ্কা ৬৩, রকিবুল ১৯০, জাবিদ ৫, নাজমুল ২২, সাজেদুল ৬, রাব্বি ৫*, তাইজুল ০, এবাদত ০*; সাইফুদ্দিন ১/৬১, মানান ৫/৪৭, আফিফ ০/২৬, শুভাগত ০/৭১, অনিক ২/৭২, সাকলাইন ১/৪৫, নাজমুল ০/১১)
ফল: আবাহনী ২৭ রানে জয়ী
ম্যাচসেরা: রকিবুল হাসান।
Discussion about this post