লড়াইটা ছিল মোবাইল ফোন অপারেটর রবি ও প্রাণ গ্রুপের মধ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সর থাকল রবির হাতেই। আগামী দুই বছর মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের জার্সিতে থাকবে এই প্রতিষ্টানের লোগো। জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব ধরে রেখেছে এই প্রতিষ্ঠানটি।
রবি কত টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে কিনে নিয়েছে সেই অঙ্ক প্রকাশ করা হয়নি। এর আগে ২০১৫ সালে টিম স্পন্সরের ভিত্তিমূল্য ছিল ৩০ কোটি টাকা।তখন ৪১ কোটি ৪১ লক্ষ টাকায় পৃষ্ঠপোষক স্বত্ব কিনেছিল টপ অব মাইন্ড।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টিম স্পন্সরশিপের টেন্ডার জমা দেওয়ার শেষ সময় ছিল। সেই সময় শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, আগামী দুই বছরের জন্য মাশরাফিদের টিম স্পন্সর হিসেবে থাকছে রবি। এবার ভিত্তিমূল্য বাড়ায় বিসিবি। যা করা হয় ৬০ কোটি টাকা। এ অবস্থায় ঠিক কত টাকায় টাইগারদের টিম স্পন্সরশিপ পেয়েছে রবি, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
কাজী এনাম আহমেদ বলেন, ‘ছেলেদের সঙ্গে মেয়েদের জাতীয় ক্রিকেট দল, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের পৃষ্ঠপোষক স্বত্ব পেয়েছে রবি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পন্সরশিপ পেতে রবি পেছনে ফেলে প্রাণ, গ্রামীনফোন, ফ্রেশ আর বিকাশকে। এর আগে ২০১৫ সালে টপ অব মাইন্ডের কাছ থেকে ৪১ কোটি ৪১ লাখ টাকায় স্বত্ব কিনেছিল রবি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দুই বছরের জন্য তাদের লোগোই থাকবে টাইগারদের জার্সিতে।
শোনা যাচ্ছে ৬০ থেকে ৬১ কোটি টাকায় স্পন্সরশিপ পেয়েছে রবি।
Discussion about this post