দেশের মাটিতে দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে এসে সবশেষ! ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কা। ১৮০ রান লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা জিতল ৬৭ বল বাকি থাকতেই। এই হারে বিদায় নিল লাল-সবুজের দল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল এদিন সেই চেনা ছন্দে থাকেনি। প্রথম ৬ ওভারে রান বিনা উইকেটে ২০। কিন্তু তারপরই আসিথা ফার্নান্দোর হ্যাটট্রিকে সব শেষ! পা পিছলে যায় টাইগারদের। একমাত্র লড়লেন শুধু নাসির হোসেন। তবে সেটাও ঠিক বড় ইনিংস হল না। ৫৮ বলে ৩৮ করে ফিরেন দলের সহ-অধিনায়ক। আর অধিনায়ক মুমিনুল হক তো আরো ব্যর্থ। ফিরেন কোন রান না করেই।
সদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা ব্যাটিংয়েই শ্রীলঙ্কা উঠে যায় ফাইনালে। তৃতীয় উইকেটে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ১০০ বলে ৮৮ রানে অপরজিত থাকেন সামারাবিক্রমা। ১২১ বলে অপরাজিত ৮৩ রান আসালাঙ্কার ব্যাটে।
এদিকে আরেক সেমিফাইনালে আফগানিস্তানকে ১২৩ রানে হারিয়ে ফাইনালে উঠল পাকিস্তান। সোমবার পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৭৯/১০ (সাইফ ৩২, আফিফ ৮, মুমিনুল ০, শান্ত ০, মিঠুন ১৫, নাসির ৩৯, ইয়াসির ১১, সাইফুদ্দিন ৩৭, আবুল হাসান ২৩ (আহত অবসর), নাঈম ৩*, নাসুম ২ ; ফার্নান্দো ৪/৩২, করুনারত্নে ১/২৪, আপোন্সো ১/১০, সামারাকুন ১/৩৬, হাসারাঙ্গা ১/৩৬, পেরেরা ১/১৩)।
শ্রীলঙ্কা: ৩৮.৫ ওভারে ১৮০/২ (সামারাবিক্রমা ৮৮*, জয়াসুরিয়া ৬, আসালাঙ্কা ৮৩*; নাঈম ১/২৮, সাইফুদ্দিন ১/৪৫, নাসুম ০/৩৯, নাসির ০/২২, আফিফ ০/৩১, মুমিনুল ০/৭, শান্ত ০/৮)।
ফল: শ্রীলঙ্কা ৮ উইকেট জয়ী
ম্যাচসেরা: আসিথা ফার্নান্দো
Discussion about this post