আক্ষেপের এক সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বাজে ফিল্ডিং না হলে হয়তো হাসিমুখেই ঢাকায় ফিরতেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ২০৮ রানে হারের যন্ত্রণাও যে সঙ্গী তাসকিন-মুমিনুলদের। তারপরও প্রথমবারের মতো ভারতের মাঠে টেস্ট খেলার একটা তৃপ্তি তো থাকছেই। ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে মঙ্গলবার বেলা ২টার পর ঢাকা পৌঁছায় দল। তারও আগে এদিন সকাল ছয়টায় হায়দ্রারাবাদ থেকে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন টাইগাররা। সেখান থেকেই দেশের বিমানে উঠবেন মুমিনুল-তাসকিনরা।
তবে ভারত থেকে দলের সবাই একসঙ্গে দেশে ফিরেননি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বে দেশে ফিরেছেন পিএসএলে সুযোগ পাওয়া আরেক তারকা সাকিব আল হাসান। বুধবার সাকিবের দুবাই যাওয়ার কথা। কলকাতা পর্যন্ত দলের সঙ্গে এলেও মুশফিকুর রহিম-তাইজুল ইসলাম আরও কদিন ভারতে থেকে গেছেন।
সেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের বিপক্ষেই অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। তবে তাদের দেশে সফর করতে গিয়ে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। এবারই প্রথম ভারত সফরে যাওয়া সুযোগ পায় টাইগাররা। কিন্তু ব্যাটসম্যান ও ফিল্ডারদের ব্যর্থতায় মুশফিকুর রহীমের দল হায়দ্রাবাদ টেস্ট স্মরণীয় করতে পারে নি। হায়দ্রারাবাদ টেস্টে ২০৮ রানে হেরেছে সফরকারীরা।
দেশে ফিরেই দশ দিনের ছুটি শেষে আগামী ২৪ ফেব্রুয়ারি আবারও ব্যাট-বলের অনুশীলন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় বাংলাদেশের। ২৭ অথবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় রওনা দেওয়ার কথা মাশরাফি-মুশফিকদের। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবেন মুশফিক-তামিমরা।
Discussion about this post