মেহেদী হাসান মিরাজ যারপরনাই উচ্ছ্বসিত। এমন একটা মুহুর্তের অপেক্ষাতেই ছিলেন তিনি। দেশ ছাড়ার আগেই বলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের টিপস নেবেন তিনি। সেই ইচ্ছে পূরণের সেই তৃপ্তিটা হায়দ্রাবাদ টেস্টের শেষেই পেলেন এই স্পিনার। আড্ডা হল প্রিয় ক্রিকেটারের সঙ্গে।
তবে সেটা নিছকই গল্পের আড্ডা নয়। অগ্রজ অফ স্পিনারের কাছ থেকে বেশ কিছু শিখলেনও তিনি। গল্পের ফাঁকে অশ্বিনের কাছ থেকে অনেক কিছুই শিখলেন তরুণ টাইগার ক্রিকেটার। পরে ভারতীয় এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারও দিলেন। এনিয়ে মেহেদী বলেন, ‘ঢাকা থেকে হায়দ্রাবাদ আসার আগেই এটা ভেবে রেখেছিলাম। আমি সেই ইচ্ছের কথা সবাইকে বলেওছিলাম যে অশ্বিনের সঙ্গে কথা বলব। সুযোগটা মিলল। ও আমাকে জানাল ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে হয়। চাপের মুখে থেকে বোলিং করার কৌশলটাও ওর কাছ থেকে জানলাম।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে মেহেদী-অশ্বিনের ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে অশ্বিনের কথা গভীর মনোযোগে শুনছেন মেহেদী। শিক্ষক আরেকজন ছাত্র! মেহেদী জানালেন, ‘আসলে গত কয়েক বছর ধরেই অশ্বিন দুর্দান্ত খেলছে। ওর বোলিংয়ে অনেক বৈচিত্র। যা আমাকে মুগ্ধ করে। ওর কাছ থেকে বোলিং টিপস নেওয়াটা সত্যিই অসাধারন এক অভিজ্ঞতা।’
মিরাজ মনে করেন এই অভিজ্ঞতা ক্রিকেটে ভাল করার পেছনে বেশ কাজে দেবে। তাছাড়া যখন সাফল্য ধরা দেবে না তখন নিশ্চয়ই অশ্বিনের কথা থেকে শক্তি পাবেন মেহেদী। হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে বল হাতে অবশ্য ম্যাজিক দেখানে হয়নি। তবে ব্যাট হাতে এক ইনিংসে হাফসেঞ্চুরি তুলেছেন তিনি।
Discussion about this post