আবারো পাকিস্তান ক্রিকেটে জেঁকে ফিক্সিং কেলেঙ্কারি! এই দুষ্টক্ষত থেকে বের হতে পারছে না দেশটি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করে যেন আরো বিপাকে পড়ল তারা। একের পর এক থলির বিড়াল বেড়িয়ে পড়ছে! কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিষিদ্ধ করেছিল দুই ক্রিকেটার শারজিল খান এবং খালিদ লতিফকে। এবার নাসির জামশেদের নিষেধাজ্ঞার খবরও গণমাধ্যমে।তবে জোর গুঞ্জন বেশ কিছুদিন আগেই নাকি পাকিস্তানের সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হন এ ওপেনার। এ কারণে পাকিস্তান সুপার লিগে এবার কোন দলই পাননি জামশেদ।
পিসিবি এ বার্তায় জানায়, ‘অ্যান্টি-করাপশন কোড ভাঙায় নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ করা হল।’ ২৭ বছর বয়সী এ ক্রিকেটার পাকিস্তানের হয়ে ২টি টেস্ট ও ৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
এর আগে ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল খান ও খালিদ লতিফকে দুবাই থেকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। খবর মিলল ইসলামাবাদের মোহাম্মদ ইরফান জড়িয়ে গেছেন পাতানো ম্যাচে। তার ব্যাপারটি তদন্ত করছে পিসিবি। এরইমধ্যে ইরফানের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।
Discussion about this post