সোয়াশ বছরেরও পুরনো ঐতিহ্য। অভিজাত্যের ছোঁয়া পুরোটাতেই। কিন্তু টি-টুয়েন্টির হালচালে কে জানে সেই ৫ দিনের টেস্ট সংস্কৃতিও না জানি পাল্টে যায় এবার। কেননা, নতুনের স্রোতে গা ভাসানোরা সেই ফন্দি আটছেন। টেস্ট ক্রিকেট পাঁচ দিন থেকে চার দিনে নামিয়ে চাইছেন তারা। পুরো ব্যাপারটা নিয়ে নাকি ভাবতে শুরু করেছেন আইসিসির প্রথম আইসিসির সভায় উঠছে কাঠামোগত পরিবর্তনের এই প্রস্তাবটি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গনমাধ্যমকে একদিন আগে এমনই খবর দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আইসিসির পরবর্তী সভাতেই টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করার প্রস্তাবনা উঠতে পারে। চার দিনের টেস্ট আলোচনার টেবিলে উঠবে।’
তবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানটি আপাতত সেই বিতর্কিত দ্বি-স্তর ফরম্যাটের পথে হাটবে না। তেমন সম্ভাবনা বিসিবির প্রধান নির্বাহী নাকচ করে দিলেন। তিনি জানান, ‘না, দ্বি-স্তর নিয়ে কিছুই আলোচনা হয়নি। ক্রিকেট অবকাঠামো ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আলোচনা হবে। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটের খুটিনাটি বিষয় নিয়ে সবাই কথা বলব।
বলা দরকা, ২-৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ক্রিকেট খেলুড়ে শীষ দেশগুলোর বোর্ডের প্রধান নির্বাহীদের সভা। তারপর ৪-৫ ফেব্রুয়ারি আইসিসি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
Discussion about this post