অফিসিয়ালি এখনো ‘গুডবাই’ বলেন নি! কিন্তু ২২ গজে শহিদ আফ্রিদির দিন শেষ। তারপরও অবশ্য আলোচনায় থাকছেন এই অলরাউন্ডার। মাঠের বাইরের ঘটনাতেই চলছে আফ্রিদি বন্দনা। এইতো এবার তার উদারতায় জেল থেকে মুক্তি পেলেন ৩০ পাকিস্তানি!
তার আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তানের ৩০ জন নাগরিককে জেল থেকে উদ্ধার করেন। বিভিন্ন অপরাধে তারা প্রত্যেকে বন্ধী ছিলেন দুবাইয়ের কারাগারে। আফ্রিদির প্রতিষ্ঠানটি দ্বায়িত্ব আইনি জটিলতা শেষে তাদের মুক্তি জীবন এনে দিল। আফ্রিদি সহযোগিতা না করলে অনেক বছর জেল খাটতে হতো তাদের।
সেই ৩০ অপরাধীকে জেল থেকে মুক্ত করতে চুক্তিপত্রে সই করেন আফ্রিদি। এরপর এই তারকা ক্রিকেটার ফেসবুকে দুবাই পুলিশ বিভাগের মানবিকতা ও সহযোগিতার প্রশংসা করেন। একইভাবে সেই ৩০জন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় না নিয়ে এখন সামাজিক বিভিন্ন কাজে নিজেক ব্যস্ত রাখছেন আফ্রিদি। একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার হাসপাতাল নির্মাণ, অসহায়-দুঃস্থদের সহায়তা ও অবৈতনিক শিক্ষার জন্য কাজ করছেন। নিজের অর্জিত অর্থ থেকে খরচ করে যাচ্ছেন এই কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার।
Discussion about this post