আত্মবিশ্বাসে এখন টগবগ করছেন তাসকিন আহমেদ। টেস্টের দ্বিতীয় দিন শেষে এই টাইগার বোলার বলছিলেন, ‘ক্রাইস্টচার্চে বাংলাদেশই এগিয়ে।’ শেষ বিকেলে সাকিব আল হাসানের ঘূর্ণি যাদু বদলে দিয়েছে ম্যাচের দৃশ্যপট। চটজলদি তিন উইকেট তুলে নিয়ে এই স্পিনার ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১ম ইনিংসে করেছে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান। বৃষ্টিবিঘ্নিত দিনে ১৯ ওভার আগে শেষ হয়েছে খেলা।
এর আগে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে ২৮৯ রান তুলে অলআউট হয়েছিল। এ অবস্থায় কিউইরা সফরকারীদের চেয়ে ২৯ রানে পিছিয়ে। সংগত হিসেবেই টেস্টে কিছুটা এগিয়ে থেকে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করবে তামিম ইকবালের দল।
দিনটা অবশ্য আরো ভাল হতে পারতো টাইগারদের। কিন্তু কিছু ক্যাচ ড্রপ হিসেব পাল্টে দেয়। এরইমধ্যে রস টেলরের ব্যাট থেকে আসে ৭৭ রান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান টম লাথাম এবার ফিরলেন ৬৮ রানে। তবে পথের কাঁটা হয়ে আছেন নিকোলস।
আর বাংলাদেশের হয়ে সফল বোলার সাকিব। ৩২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। দুটি উইকেট কামরুল ইসলাম রাব্বির। রোববার বোলাররা দ্রুত কিউইদের বাকী তিন উইকেট তুলে নিতে চায়। তাসকিন জানাচ্ছিলেন, ‘তাদের দ্রুত ফিরিয়ে সকালে প্রথম সেশনেই আবার বোলিংয়ে নামতে চাই আমরা। এরপর ব্যাটসম্যানরা বড় স্কোর দাঁড় করালে টেস্ট আমাদেরই হবে।’
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪.৩ ওভারে ২৮৯/১০ (তামিম ৫, সৌম্য ৮৬, মাহমুদউল্লাহ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, নুরুল ৪৭, মিরাজ ১০, তাসকিন ৮, কামরুল ২, রুবেল ১৬*; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, গ্র্যান্ডহোম ০/৫৮, ওয়েগনার ১/৪৪)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭১ ওভারে ২৬০/৭ (রাভাল ১৬, লাথাম ৬৮, উইলিয়ামসন ২, টেলর ৭৭, নিকোলস ৫৬*, স্যান্টনার ২৯, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ০, সাউদি ৪*; তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রুবেল ০/৫৪, কামরুল ২/৪৮, সাকিব ৩/৩২, সৌম্য ০/১০)
Discussion about this post