শিরোপা ধরে রাখার মিশনে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু ট্রফি ধরে রাখা দুরে থাক, বল মাঠে গড়ানোর পর অস্তিত্ব ধরে রাখাই কঠিন হয়ে পড়ে। একের পর এক হার। বিবর্ন মাশরাফি বিন মর্তুজার দল। এখন তো খেই হারিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে চলে গেছে দলটি।
তবে সেই ধাক্কা সামলে এবার জয়ের দেখা পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ উইকেটে বরিশালকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
মঙ্গলবার মিপুরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকুর রহীমের বরিশাল। ৮ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় তারা। জবাবে কুমিল্লা ২ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
এই বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সবার শেষে আছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৩ জয় পাওয়া বরিশাল আছে তাদের এক ধাপ ওপরে।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল বুলস: ২০ ওভারে ১৪২/৮ (মুনাবিরা ৭, মালান ৯, মেন্ডিস ২৮, মুশফিক ২৯, শাহরিয়ার ১১, নাদিফ ০, এনামুল ২০*, , রাইস ৪, তাইজুল ১৪, রনি ১৬*,; মাশরাফি ০/১৭, শাহাদাত ১/২২, শান্ত ০/১৭. রশিদ ২/২১, সাইফুদ্দিন ১/৪৭, নাবিল ৩/১৭)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯ ওভারে ১৪৫/২ (ইমরুল ৪৬, শেহজাদ ৬১, স্যামুয়েলস ২৭*, লতিফ ৭*; তাইজুল ০/২৭, রাইস ১/৩৮, আবু হায়দার ০/৩০, রাব্বি ০/১১, মেন্ডিস ০/১১, এনামুল ০/১১, মুনাবিরা ০/৬, মালান ১/৮)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাবিল সামাদ
Discussion about this post