তিনি শুধু সময়ের সেরা ক্রিকেটারই নন, বাংলাদেশের সর্বকালের সেরাদেরও একজন। পরিসংখ্যানও কথা বলে সাকিব আল হাসানের হয়ে। এইতো শনিবার চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিলেন ৫ উইকেট। আর এই সাফল্যে বিষেন সিং বেদিকে টপকে গেলেন তিনি। টেস্টে ৫ উইকেট শিকারে সাকিব এখন ভারতের সাবেক স্পিনারের ওপরে আছেন।
মোট ১৪ বার করে ৫ উইকেট নিয়ে বেদি-সাকিব ছিলেন পাশাপাশি। শনিবার টপকে গেলেন। ৬৭ টেস্ট খেলে ১৪ বার ৫ উইকেট পেয়েছিলেন বেদি। সাকিব ৪৩ টেস্টে এমন মাইলফলক পেরিয়ে গেলেন।
বাঁহাতি স্পিনারদের মধ্যে ১৭ বার ৫ উইকেট পেয়েছেন ডেরেক আন্ডারউড, ২০ বার ড্যানিয়েল ভেট্টোরি। রঙ্গনা হেরাথ ২৬ বার ৫ উইকেট পেয়ে আছেন শীর্ষে।
শনিবার আরেটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেট ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের এই স্পিনার। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে শনিবার জো রুটকে এলবিডাব্লিউ করে মাইলফলকে পৌঁছান সাকিব।
দেড়শ উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছে ৪৩ টেস্ট। তিনিই টাইগারদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি। মোহাম্মদ রফিক ৩৩ টেস্ট খেলে নিয়েছেন ঠিক ১০০ উইকেট।
টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান করতে তার চাই ১৪৬। আর সেটা হলেই কিংবদন্তিদের পাশে চলে যাবেন সাকিব।
১৫০ উইকেট আর ৩ হাজার রান ক্লাবে আছেন মাত্র ৯ ক্রিকেটার। যারা হলেন- গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) এবং চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।
Discussion about this post