ব্যাট-বল দুটোতেই দারুণ দক্ষ তিনি। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সেরা অস্ত্র মঈন আলি। বাংলাদেশ সফরেও সেই ফর্মে থাকা মঈনকে চাইছে ইংলিশরা। আর এই অলরাউন্ডারও টাইগারদের বিপক্ষে বাড়তি দায়িত্ব নিতে তৈরি। ব্যাট-বল হাতে পারফর্ম করেই দলকে সাফল্য এনে দিতে চান এই অলরাউন্ডার। ঝড় তুলতে তৈরি তিনি।
যদিও বাংলাদেশে এখনো টেস্ট খেলেন নি মঈন আলি। তবে রঙিন পোশাকে ক্রিকেট খেলেছেন এখানে। সব মিলিয়ে কন্ডিশনের সঙ্গে ভালোই পরিচিত। এই সিরিজে ভাল করতে মরিয়া মঈন জানালেন, ‘দেখুন, বাংলাদেশ ও ভারতের কন্ডিশনে একটা পর্যায়ে বড় ভূমিকা নিতে হবে আমার।’
মঈন জানালেন দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত তিনি। সাধারণত ৭ নম্বরে ব্যাট করে থাকেন তিনি। এবার তাকে আরেকটু উপরে খেলানোর কথা ভাবছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। সেই দায়িত্ব নিতেও তৈরি এই ক্রিকেটার।
বলা দরকার, আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মাশরাফি-মুশফিকদের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। তার আগে আফগানদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
Discussion about this post