সমুদ্র সৈকতে ক্রিকেট উৎসবে মেতে উঠেছিলেন সাবেক তারকা ক্রিকেটাররা। যেন সেই হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে এসেছিল তাদের। জমজমাট সেই আয়োজন দারুণ রঙ ছড়ালেন আকরাম, বাশার, রফিকরা। প্রথমবারের মতো আয়োজিত সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ফাইনালে উঠল লংকা বাংলা অলস্টারস ও জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স।
৬ সেপ্টেম্বর দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে লংকা বাংলা অলস্টারস ও খুলনা মাস্টার্স ফাইনালে মুখোমুখি হবে।
সেমিফাইনালে শনিবার লংকা বাংলা ৬ উইকেটে জেবি গ্রুপ ঢাকা বিভাগকে হারায়। কক্সবাজারে শেষ চারের আরেক লড়াইয়ে কনফিডেন্স ঢাকা মেট্রোকে খুলনা হারিয়েছে ১৬ রানে।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। মেহরাব হোসেন অপি ৪৫ বলে ৫৭ রান করেন। তাতে ৭ উইকেটে নির্ধারিত ১৫ ওভারে ৯৭ রান করে ঢাকা বিভাগ। লংকা-বাংলা অলস্টারসের হয়ে হাসিবুল হোসেন শান্ত ও নাহিদ নেন দুটি করে উইকেট।
এরপর ৩ বল আগেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা অলস্টারস। জাভেদ ওমর বেলিম করেন অপরাজিত ৪২ রান। ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জাকির।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরেক সেমিতে টস হেরে আগে ব্যাট করতে নামে খুলনা। হাবিবুল বাশারের ৩২, বাবুর ১৮ ও লিটনের ১৭ রান করেন। সব মিলিয়ে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করে খুলনা। কনফিডেন্স ঢাকা মেট্রোর হয়ে তানভির হোসেন তিমির একাই নেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ রফিক ও নিয়ামুর রশীদ রাহুল নেন ১টি করে উইকেট।
জবাবে ৯ উইকেট হারিয়ে ৯০ রান করে ঢাকা মেট্রো। নিয়ামুর রশীদ রাহুল করেন ৩৬ রান। খুলনার হয়ে টোটাম নেন তিন উইকেট। শফিউদ্দিন বাবু ও মুরাদ খান নিয়েছেন দুটি করে উইকেট।
Discussion about this post