ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতিটা বেশ ভালই এগিয়ে যাচ্ছে মাশরাফি-মুশফিকদের। বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প দেড় মাস হতে চলল। এর মধ্যে সময়ে টাইগাররা নিজের ফিটনেসটা বেশ বাড়িয়ে নিয়েছেন।
জানা গেল ফিটনেস পরীক্ষায় প্রত্যেক খেলোয়াড় গড়ে দুই হাজার ১০০ মিটার কাভার করেছেন। কোচরা ক্রিকেটারদের দারুণ উন্নতি দেখে সন্তুষ্টি। আগের মতো এবারো ফিটনেস পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে মুশফিকুর রহিম। কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসে সবচেয়ে বেশি উন্নতি করছেন স্পিনার জুবায়ের হোসেন লিখন।
ফিটনেস ক্যাম্প তত্বাবধানে থাকা ইফতেখারুল ইসলাম বলেন, ‘শুরুতে ক্রিকেটারদের যে ফিটনেস আমরা দেখেছিলাম, সেখান থেকে সবাই প্রায় ২৫ শতাংশ উন্নতি করেছে। আমি খুশি।’
বলা দরকার, ২০ জুলাই যখন ফিটনেস ক্যাম্প শুরু করেছিলো টাইগাররা। তখন দলের ক্রিকেটারদের ফিটনেস গড় স্কোর ছিল ১০.৮। সর্বশেষ ফিটনেস পরীক্ষায় হয়েছে ১১.৫।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে মাশরাফি-মুশফিকদের সঙ্গে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা। তার আগে আফগানদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।
Discussion about this post