পুরনো ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি একেবারেই এক পরিচিত নাম। পুরো ক্যারিয়ার জুড়েই দাপটে খেলে গেছেন হানিফ মোহাম্মদ। তাইতো কিংবদন্তি খেতাবটাও পেয়েছেন পাকিস্তানি এই ক্রিকেটার। সেই মহান ক্রিকেটারটি তিন বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। সেই ধাক্কা সামলে উঠা হচ্ছে না। কঠিন শারীরিক সমস্যা নিয়ে রোববার সকালে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হানিফ মুহাম্মদকে।
শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ায় বেশ নাজুক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। তারপরও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি
পাকিস্তান সরকার ৮১ বছর বয়সী এই ক্রিকেটারটির চিকিৎসার সব ব্যয়ভার বহন করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট খেলে ৪৩.৯৮ গড়ে ৩,৯১৫ রান করেছেন হানিফ। পাকিস্তানের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩৭ রানের ইনিংস খেলার রেকর্ডটি এখনো তার। ৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে তিনি ৯৭০ মিনিট ব্যাট করে এই ইনিংস খেলেন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯৯ রান করার রেকর্ডও আছে তার।
Discussion about this post