অবৈধ বোলিং অ্যাকশনের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। এরইমধ্যে বেশ উন্নতিও হয়েছে এই পেসারের। ক্যামেরার সামনে পরীক্ষাও দিয়ে যাচ্ছেন তিনি। তাতে বেশ স্বস্তিদায়ক খবর পাওয়া যাচ্ছে।
এইতো গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটি চোখের জল ফেলে বাংলাদেশে ফিরেছিলেন তাসকিন। রোববার বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা জানালেন, তাসকিনের বাউন্সারে সাদা চোখে কোনো সমস্যা ধরা পড়ছে না।
মাহবুবুল জাকি’র তত্ত্বাবধানে এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। ইংল্যান্ড সিরিজের আগেই তাকে অ্যাকশন পরীক্ষায় পাশ করিয়ে আনতে চায় বিসিবি। তার ট্রায়াল হয়ে গেলো রোববার।
মিরপুর একাডেমি মাঠে ৪টি টুডি ক্যামেরার সামনে বোলিং করিয়ে তাসকিনকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির বিশেষজ্ঞরা। টানা ৪ ওভার বোলিং করেছেন তরুণ এই পেসার। তাতে লেংথ বোলিংয়ের পাশাপাশি ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সার ছিল। সেখানে খোলা চোখে কোন ত্রুটি ধরা পড়েনি।
ভিডিও ধারণের পুরো বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির দুই সদস্য গোলাম ফারুক সুরু ও ওমর খালেদ রুমি। আইসিসির বোলিং পরীক্ষায় তাসকিনের স্লোয়ার বাউন্সারে সমস্যা ধরা পড়েছিল। সেটাও কাটিয়ে উঠছেন এই পেসার।
সবকিছু ঠিক থাকলে আইসিসির ল্যাবে চূড়ান্ত পরীক্ষা দিতে নামবেন তাসকিন।
Discussion about this post