ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না জ্যামাইকা তালাওয়াহস। সাকিবের দল এবার সেন্ট লুসিয়ার কাছে ১৭ রানে হেরে গেল। যুক্তরাস্ট্রের ফ্লোরিডা সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া। সাকিব আল হাসান ৩ ওভারে ২১ রান দিয়ে অবশ্য কোন উইকেট পাননি। জবাবে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৭ রানে থামে জ্যামাইকার ইনিংস।
বাংলাদেশ সময় সোমবার ভোরের এই ম্যাচে সাকিব আল হাসানকে আবার আট নম্বরে ব্যাটিংয়ে নামায় জ্যামাইকা তালাওয়াহস। সাকিব যখন ক্রিজে আসেন তখনও সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে ছিল। প্রয়োজন ছিল- ২১ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। তবে ৯ বলে ৯ রানে নটআউট থাকেন এই টাইগার ক্রিকেটার।
তারও আগে ৩ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগহ গড়ে সেন্ট লুসিয়া। জবাবে ৬ উইকেটে ১৭৭ রান তুলে জ্যামাইকা।
ক্রিস গেইল করেন ৩০ রান। কিছুটা লড়েছিলেন কুমার সাঙ্গাকারা (২৪) এবং আন্দ্রে রাসেল (২১)। তবে দলকে জয়ের পথ দেখাতে পারেন নি তারা। যদিও এই হারের পরও সিপিএলের প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।









Discussion about this post