একেই বলে গুরু পাপে লঘু দন্ড! প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য কঠিন শাস্তির মুখে পড়তে হয়নি তামিম ইকবালকে। মাত্র ১ লাখ টাকা জরিমানা করা হল আবাহনী অধিনায়ককে। পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তামিম।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।
সেই ম্যাচে দোলেশ্বরের নাসির হোসেনের ব্যাপারেও ম্যাচ রেফারি ও আম্পায়াররা রিপোর্ট করেছেন। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে বিসিবির পরবর্তী টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাইরে থাকতে হবে তামিমকে।
গত ১২ জুন সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ১৪ বল আগে ১৯১ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জবাব দিতে নেমে দোলেশ্বরের ইনিংসের ১৭ ওভারের পর তামিমের আচরণে ক্ষুব্ধ আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখেন। বেলা ৩টা ১৮ মিনিটে মাঠ ছাড়েন তারা। এরপর প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ম্যাচ স্থগিতের ঘোষণা দেন আম্পায়াররা। এর আগে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে দোলেশ্বর।
ঘটনার সুত্রপাত- আম্পায়ারদের একটি সিদ্ধান্ত নিয়ে। দোলেশ্বরের ইনিংসের ১৫.৪ ওভারে ব্যাট করছিলেন রকিবুল হাসান। এসময় সাকলাইন সজীবের বলে আবাহনী ফিল্ডারদের স্ট্যাম্পিংয়ের একটি আবেদনে সাড়া না দিলে উত্তপ্ত হয়ে যায় মাঠের পরিস্থিতি। সিদ্ধান্তটি তামিমও মেনে নিতে পারেননি। মাঠ আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে এসময় প্রকাশ্যেই অকথ্য ভাষায় আক্রমণ করেন তিনি। তার সঙ্গে যোগ দেন সতীর্থ আর দলটির সমর্থকরাও। যা কীনা লিস্ট এ ম্যাচে সত্যিই বিরল।
উপায় না দেখে ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে আলোচনা করে মাঠ ছাড়তে বাধ্য হন দুই মাঠ আম্পায়ার।
এরপর রকিবুল হাসান, আতহার আলী খান, নাজমুল করিম, শেখ সোহেলে গড়া সেই কমিটির সুপারিশে এই শাস্তি পেলেন তামিম।
Discussion about this post