তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার। সেটা আরো একবার জানিয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের তারকা সাকিব আল হাসান আছেন ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে মোহাম্মদ হাফিজ।
এদিকে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়েই রয়েছেন সাকিব। শীর্ষে ট্রেন্ট বোল্ট। মাশরাফি বিন মুর্তজা আছেন ১৫ নম্বরে। আরাফাত সানি ৪৫, রুবেল হোসেন ৪৬ ও মুস্তাফিজুর রহমান ৪৭ নম্বরে রয়েছেন।
সোমবার ঘোষিত আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি ককের। তিনি ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে।
বাংলাদেশি তারকাদের মধ্যে ব্যাটিংয়ে শীর্ষে মুশফিকুর রহিম। তিনি আছেন ২০ নম্বরে। সৌম্য সরকার ২১ ও সাকিব রয়েছেন ৩১ নম্বরে।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো ব্রেন্ডন ম্যাককালাম ২৪তম র্যাঙ্কিং নিয়েই শেষ করলেন।
Discussion about this post