তাকে বলা হয় আগামীর সাকিব আল হাসান। ব্যাটে-বলে সেই কথার যৌক্তিকতা প্রমাণ করেই যাচ্ছেন মেহদী হাসান মিরাজ। এইতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রীতিমতো ঝড় তুললেন এই অলরাউন্ডার। তার পুরস্কারও মিলল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এই অর্জনের পর হাসিমুখে মিরাজ বললেন, ‘এই সাফল্য আসলে গোটা বাংলাদেশের।’ এবারের বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এমন সাফল্য!
দেশের মাঠে এই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে মিরাজ করেছেন ২৪২ রান। বল হাতে নিয়েছেন ১২ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার পথে তার চেয়ে এগিয়ে কেউ ছিল না!
জুনিয়র টাইগারদের অধিনায়ক বিশ্বরেকর্ডও গড়েছেন। করেছেন টানা চারটি হাফ সেঞ্চুরি। যা কীনা যুব ওয়ানডেতে বিশ্ব রেকর্ড। এছাড়া যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারিও মিরাজ। ৫৬ ম্যাচে এই স্পিনার ২০.৯০ গড়ে নিয়েছেন ৮০ উইকেট।
এবার জাতীয় দলে খেলার জন্য লড়বেন এই অলরাউন্ডার।
Discussion about this post