শাস্তি থেকে ক্ষমা পেলেন না ইয়াসির শাহ। নিষিদ্ধ ড্রাগ সেবনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানাল, এ বছরের ১৩ নভেম্বর ডোপ টেস্ট করা হয়েছিল ইয়াসিরের। সেই নমুনায় এই লেগ স্পিনারের শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। এ কারনে থাকে সাময়িক নিষিদ্ধ করা হল।
এইতো গত ৭ ডিসেম্বর সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল শ্রীলঙ্কার কুশল পেরেরাকে।
এ মুহুর্তে পাকিস্তানের সেরা বোলারদের একজন ইয়াসির শাহ। এই স্পিনার সাময়িক নিষিদ্ধ অবস্থায় কোনো ধরনের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারবেন না। তবে ডান হাতি এই স্পিনার এখন ‘বি’ ক্যাটাগরির নমুনার ফল প্রকাশের জন্য অনুরোধ করতে পারেন। তবে সেই পরীক্ষায় পাশ না করলে বড় শাস্তির মুখে পড়তে হবে তাকে।
১৫ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। আবার ১২ টেস্টে তিনি উইকেট নিয়েছেন ৭৬টি।
Discussion about this post