পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের মন জয় করতে মাঠে নামবেন এবার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার আমন্ত্রণ পাচ্ছেন তারা। সঙ্গে থাকবেন আরো দশ বাংলাদেশের ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রকাশিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশের ক্রিকেটার আছেন মোট দশজন। জানা গেছে, ২১ ও ২২ ডিসেম্বর ক্রিকেটারদের ‘ড্রাফট’ হবে। তখনই আসলে নিশ্চিত জানা যাবে কারা খেলছেন কোন দলে?
তামিম-সাকিব ছাড়াও পিসিএলে খেলতে পারেন- সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ এবং এনামুল হক।
টুর্নামেন্ট অবশ্য পাকিস্তানে হচ্ছে না। জানা গেছে তাদের নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে পিসিএল। এটি ৫ দলের লড়াই। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি।
জানা গেছে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা ছাড়াও এই টুর্নামেন্ট খেলতে পারেন কেভিন পিটারসন, ক্রিস গেইল, শেন ওয়াটসন এবং তিলকরত্নে দিশলানের মতো বড় তারকারা।
Discussion about this post