তিনি আপাদমস্তক এক ফুটবলপ্রেমী। সুযোগ পেলেই খেলা দেখতে বসে পড়েন। ইংলিশ প্রিমিয়ার লিগের পোকা। সেই রনবীর কাপুর শ্যুটিংয়ের ফাঁকে খেলতেও পছন্দ করেন। বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে বুধবার দেখা গেল বল পায়ে।
মুম্বাইয়ে একটি সেলেব্রেটি ফুটবল লিগের অংশ নিলেন তিনি। সঙ্গে দেখা গেল আরেক জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনকেও। যিনি আবার চেলসি অন্তপ্রান। তারা চুটিয়ে ফুটবল খেললেন।
রনবীর জানালেন, এখন নতুন সিনেমা তামাশার প্রচারনা নিয়ে ব্যস্ত। সময় মিললেই বল নিয়ে কারিকুরি শুরু করবেন।
Discussion about this post