তাকেই বলা হয় বাংলাদেশের সেরা ব্যাটসম্যান! এনিয়ে যারা দ্বিধায় থাকেন তাদের আরো একটা জবাব দিয়ে দিলেন মুশফিকুর রহীম। দল যখন ছন্দ হারিয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল ঠিক তখনই তার ব্যাটে ঝলক! তুলে নিলেন ঝকঝকে এক সেঞ্চুরি। স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে পথ দেখালেন দলকে। তাতেই শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দল তুলল ২৭৩ রান। মুশফিক করলেন ১০৭ রান।
ওয়ানডেতে এটি মুশফিকের চতুর্থ সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিলেন সাব্বির আহমেদ। তার ব্যাট থেকে আসে ৫৭ রান। পঞ্চম উইকেট জুটিতে তারা করেন ১১৯ রান।
ম্যাচে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলের ২ রানে আউট সৌম্য সরকারের জায়গায় নামা লিটন দাস। শূন্য রানে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর হাল ধরেন তামিম ইকবাল। অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়া হয়নি। কার ৯ রানে হাঁটা দেন রিয়াদ।
তামিম ফিরে যান ৪০ রানে। সাকিব আল হাসান ১৬ রানে বিদায় নেওয়াতে চাপটা আরো বেড়ে যায়!
এর আগে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিং নেয় জিম্বাবুয়ে।
Discussion about this post