ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যানের উইকেটটি রুবেল হোসেন তুলে নিতেই উৎসব শুরু অ্যাডিলেডে। যা মুহুর্তেই আছড়ে পড়ল এই বাংলায়। টেকনাফ থেকে তেতুলিয়া। একটাই স্লোগান বাংলাদেশ.. বাংলাদেশ।
এমন উচ্ছাসেই ভেসে যাওয়ার সময় এখন। কেননা, টাইগাররা জন্ম দিলেন অবিস্মরনীয় এক ঘঠনার।
নাটকীয় এক লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫ রানে হারাল বাংলাদেশ। তাতেই দল উঠে গেল বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। প্রথমে মাহমুদুল্লাহর শতরান। এরপর রুবেলের আগুন ঝরা বোলিং। তাতেই নতুন ইতিহাস।
সোমবার অ্যাডিলেেড ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৭ উইকেট হারিয়ে তুলে ২৭৫ রান। জবাব দিতে নেমে ২৬০ রানে অলআউট হয়ে ইংল্যান্ড।
এর আগে ছিল মাহমুদুল্লাহ আর মুশফিকের ব্যাটে ম্যাজিক। মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নেন সেঞ্চুরি। বিশ্বকাপে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের এটিই প্রথম শতরান। অ্যাডিলেডে করলেন ১০৩ রান।
বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে করা শতরানটি স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করলেন মাহমুদুল্লাহ ।
গর্বিত এই ক্রিকেটার জানালেন- ”এটি ছিল আমার জন্য বিশেষ ইনিংস। ইনিংসটি আমার স্ত্রী ও ছেলেকে উৎসর্গ করছি।” এটি রিয়াদের ওয়ানডেতে ক্যারিয়ারের ব্যাক্তিগত সেরা ইনিংস। এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন অপরাজিত ৮২ রান।
এমনিতে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। ৫ মার্চ নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৯৫ রান।
এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেওয়ারএমন অর্জনটা মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জানালেন-“এই জয় আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য।”
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৫/৭ (তামিম ২, ইমরুল ২, সৌম্য ৪০, মাহমুদুল্লাহ ১০৩, সাকিব ২, মুশফিক ৮৯, সাব্বির ১৪, মাশরাফি ৬*, সানি ৩*; অ্যান্ডারসন ২/৪৫, জর্ডান ২/৫৯, মইন ১/৪৪, ব্রড ১/৫২)
ইংল্যান্ড: ৪৮.৩ ওভারে ২৬০/১০ (মইন ১৯, বেল ৬৩, হেলস ২৭, রুট ২৯, মর্গ্যান ০, টেলর ১, বাটলার ৬৫, ওকস ৪২*, জর্ডান ০, ব্রড ৯, অ্যান্ডারসন ০; রুবেল ৪/৫৩, মাশরাফি ২/৪৮, তাসকিন ২/৫৯)
ফল: বাংলাদেশ ১৫ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল্লাহ।
Discussion about this post