সেই একই ঘঠনার পুনরাবৃত্তি। সেই একই ভাবে বিশ্বকাপে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান। রোববার ৭৬ রানের অনায়া্সে চির প্রতিদ্ধন্দীর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।
এনিয়ে বিশ্বকাপ ইতিহাসে ৬ বারের মোকাবিলায় ছয়বারই পাকিস্তানের বিপক্ষে জিতল ভারত। শতভাগ সফল।
রোববার অ্যাডিলেড ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ৭ উইকেট হারিয়ে তারা তুলে ৩০০ রান। জবাব দিতে নেমে ৪৭ ওভারে ২২৪ রানে অলআউট পাকিস্তান।
ভারতের এই জয়ের নায়ক বিরাট কোহলি। দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান তুলে নিয়েছেন শতরান। তার ব্যাট থেকে আসে ১০৭। কম যাননি শিখর ধাওয়ান। তিনি করেন ৭৩।
এদিকে বিশ্বকাপে দিনের আরেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৫০ ওভারে ৩০০/৭ (রোহিত ১৫, ধাওয়ান ৭৩, কোহলি ১০৭, রায়না ৭৪, ধোনি ১৮, জাদেজা ৩, রাহানে ০, অশ্বিন ১*, সামি ৩*; সোহেল ৫/৫৫, রিয়াজ ১/৪৯)।
পাকিস্তান: ৪৭ ওভারে ২২৪/১০ (শেহজাদ ৪৭, ইউনুস ৬, হারিস ৩৬, মিসবাহ ৭৬, শোয়েব ০, আকমল ০, আফ্রিদি ২২, ওয়াহাব ৪, ইয়াসির ১৩, সোহেল ৭, ইরফান ১*; সামি ৪/৩৫, মোহিত ২/৩৫, উমেশ ২/৫০, অশ্বিন ১/৪১, জাদেজা ১/৫৬)।
ফল: ভারত ৭৬ রানে জয়ী।
ম্যাচসেরা: বিরাট কোহলি।
Discussion about this post