আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই তিনিই আমাদের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সাফল্য তাকে নিয়ে গেছে ইর্ষনীয় উচ্চতায়। এইতো কিছুদিন আগেই হয়েছেন ক্রিকেটের তিন ফরম্যাটের নাম্বার ওয়ান। যা কীনা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। একজন ক্রিকেটার সব ফরম্যাটের সেরা অলরাউন্ডার!
সেই সাকিব আল হাসানের এবারের বিগ ব্যাশ কেমন কাটল চলুন দেখে নেই এবার।
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে এবার মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলেন বাংলাদেশের সেরা এই তারকা। আর বোলিংয়ে আলো ছড়ালেন। ৭ উইকেট নিয়ে সতীর্থ পেসার জেমস প্যাটিনসনের সঙ্গে যৌথভাবে রেনিগেডসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।
প্যাটিনসন ৫ উইকেটে নিয়েছেন ৫ ম্যাচে। সাকিব খেলেছেন ৪ ম্যাচ। খেলে আর সাকিব চার ম্যাচে। একইসঙ্গে একটা রেকর্ডও গড়েছেন সাকিব। ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। যা কীনা রেনিগেডসের সেরা বোলিংয়ের রেকর্ড। সেই ম্যাচের সেরা হয়েছিলেন সাকিব।
অবশ্য ব্যাট হাতে সফল হতে পারেন নি সাকিব। ৪ ম্যাচে ৪ ইনিংসে সাকিবের ৩৯ রান।
ফিল্ডিংয়ে চার ম্যাচে রানআউট করেছেন ১টি আর ক্যাচ নিয়েছেন সব মিলিয়ে বলা যায় সফল সাকিব।
৩টি। এর আগে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব।
সন্দেহ নেই তার এই অভিজ্ঞতা বেশ কাজে দেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসছে বিশ্বকাপ ক্রিকেটে।
Discussion about this post