ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। ঐদিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছিলেন নিউজিল্যান্ড স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটার। আর শনিবার নিলেন আরও ৯ ক্রিকেটার। কিন্তু এখনও বাকি রয়েছে ৫ ক্রিকেটার। কিন্তু কিউই সফরে যাওয়ার আগে তাদের আর টিকা নেয়ার সুযোগ নেই। এমনটাই জানা গেছে।
গত শুক্রবার নিউজিল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষিত হয়েছে। এ তালিকার মধ্যে থাকা ছয় ক্রিকেটার তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ টিকা নেন গত বৃহস্পতিবার। এদিকে শনিবার তাদের পথ অনুসরন করেন মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। কিন্তু টিকা নেননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ও শেখ মেহেদী হাসান। তারা টিকা নিবেন কিউই সফর থেকে ফিরে। এদিন এমন ইঙ্গিতই দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।
শনিবার ক্রিকেটারদের টিকা নেয়ার ব্যাপারে বিসিবির প্রতিনিধি হয়ে আসা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, ‘বিসিবির মতে, আজকে হয়তো আর জাতীয় দলের ক্রিকেটাররা কেউ আসবেন না। আজ আমাদের এখানে জাতীয় দলের আরও ৯ জন ক্রিকেটার টিকা গ্রহণ করেছেন। তারা সবাই সুস্থ আছে এবং তাদের পর্যবেক্ষণ সময় শেষ করার পরে সবাই হাসপাতাল ত্যাগ করেছেন। এর মধ্যে ছিলেন সাইফউদ্দিন, মুস্তাফিজ, রুবেল, আফিফ, শরিফুল, শান্ত, হাসান মাহমুদ এবং মিথুন। এই ৯ জন আজ টিকা নিয়েছেন, সঙ্গে ক্রিকেট বোর্ডের কিছু স্টাফও নিয়েছেন।’
বিসিবি সূত্র থেকে জানানো হয়েছে আপাতত শনিবারই শেষ হচ্ছে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের টিকাদান কর্মসূচি। তার মানে মুশফিক-মাহমুদউল্লাহসহ ৫ ক্রিকেটার টিকা না নিয়েই যাচ্ছেন কিউই সফরে?
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে দলটি খেলবে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যার শুরুটা হবে আগামী ২০ মার্চ ওয়ানডে দিয়ে। তার আগে নিউজিল্যান্ড সরকারের করোনা নিয়ম মানতে হবে টাইগারদের। এরপর অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।
Discussion about this post