ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অধিনায়ক সরফরাজ আহমেদের নিষেধাজ্ঞার খবর নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। দলের নেতৃত্বে ছিলেন শোয়েব মালিক। তবে হতাশ হতে হয়নি। বরং তার নেতৃত্বে দুর্দান্ত জয়ে সিরিজে ফিরল পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল তারা।
৫ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। ৩০ জানুয়ারি সিরিজ নির্ধারণী ম্যাচ।
রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১৬৪ রানে আটকে রাখে পাকিস্তান। এরপর ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।
কিন্তু এই ম্যাচ খেলার আগেই বর্ণবাদী মন্তব্যের জন্য ৪ ম্যাচের নিষিদ্ধ হন সরফরাজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়োকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন তিনি। তিনি উর্দুতে ফেলুকওয়ায়োকে বলেন ‘আরে কালে’ বলেন।
স্টাম্প মাইকে তার সেই বর্ণবাদী কথা শুনেন সবাই। এরপর ফেলুকওয়ায়োর কাছে ক্ষমা চেয়েও মুক্তি মিলল না। শাস্তি পেতেই হল সরফরাজকে। অনুতপ্ত এই ক্রিকেটার এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছেন। একইসঙ্গে আইসিসি তার জন্য শিক্ষামূলক একটি আয়োজনও রাখছে।
তবে তার দল ফিরেছে ঠিক পথে। বোলারদের পর ব্যাটসম্যানরাও দুর্দান্ত খেলে এনে দিয়েছেন দাপুটে জয়। জয়ের নায়ক উসমান খান শিনওয়ারি। তিনি ৩৫ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৪১ ওভারে ১৬৪/১০ (আমলা ৫৯, রিজা হেনড্রিকস ২, দু প্লেসি ৫৭, ফন ডার ডাসেন ১৮, ফেলুকওয়ায়ো ১১; উসমান ৪/৩৫, শাহিন শাহ ২/২৪, আমির ১/২৬, ইমাদ ১/৩৬, শাদাব ২/৪২)।
পাকিস্তান: ৩১.৩ ওভারে ১৬৮/২ (ইমাম ৭১, ফখর ৪৪, বাবর ৪১*, রিজওয়ান ৪*; তাহির ১/৫১, ফেলুকওয়ায়ো ১/১৭)
ফল: ৮ উইকেটে জয়ী পাকিস্তান
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২-২ সমতা
ম্যাচসেরা: উসমান খান শিনওয়ারি
Discussion about this post