সব অনিশ্চয়তা কেটে গেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা বাতিল হয়ে গেলেও ঠিক হল ভারত সফর। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৯ মে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এ খবরটি নিশ্চিত করেছেন।
এ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ৩ জুন। সেই ভেন্যুতে পরের টি-টুয়েন্টি ৫ জুন। শেষ ম্যাচ ৭ জুন। এর মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে।
ভারতের দেরাদুনে অবস্থিত ভেন্যু, টিম হোটেল ও সুযোগ-সুবিধা দেখে এসেছেন বিসিবির একজন প্রতিনিধি । এনিয়ে আকরাম খান জানান, ‘মাঠ অনেক ভালো, সুযোগ-সুবিধা, হোটেলও ভালো। তবে হোটেল থেকে মাঠে আসতে ৪০-৪৫ মিনিট সময় লাগবে।’
সিরিজ শেষে ৮ জুন দেশে ফিরবে টাইগাররা। তারপরই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য উড়াল দেবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
Discussion about this post