হঠাৎ করেই সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট। ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ জয়ের আনন্দে মেতেছে গোটা জাতি। ঢাকার পর এবার ক্রিকেট উৎসব চট্টগ্রামে। বিশ্বকাপ ফুটবলের আমেজের মধ্যেই এবার মেতে উঠবে বীর চট্টলা। গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। তার আগে এই মাঠেই ১০ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ। ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লক্ষ্যে চট্টগ্রামের মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচের টিকিটের মূল্য এবং প্রাপ্তির স্থান সম্পর্কে বিস্তারিত জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের টিকিট মিলবে সর্বনিম্ন ২০০ টাকায়। চট্টগ্রামে দুটি বুথ থেকে টিকিট কিনতে পারবেন আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। সাগরিকার বিটাক মোড়ের কাছে বুথে ও এম এ আজিজ স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেনা যাবে টিকিট।
তৃতীয় ওয়ানডের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে খেলা দেখতে হলে গুনতে হবে ১ হাজার ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারির জন্য ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০ টাকা ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের ২০০ টাকা।
৩য় ওয়ানডের জন্য টিকিটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
Discussion about this post