বাংলাদেশ সফরে এসে গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। লড়াইয়ে নামতে সময় হাতে বেশি নেই। ২১ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে। তার আগে এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারছেন ক্রিকেটপ্রেমীরা।
সোমবার এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের নামও ঘোষণা করল বিসিবি। এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক।
এবার সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকা দামের টিকিটে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলার দেখার সুযোগ থাকছে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে খরচ হবে ১০০০ টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে ৩০০ টাকায়। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট কেনা যাবে।
টিকিটের মূল্য তালিকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
২১ সেপ্টেম্বর ১ম ওয়ানডে মিরপুর
২৩ সেপ্টেম্বর ২য় ওয়ানডে মিরপুর
২৬ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে মিরপুর
Discussion about this post