তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে বড় জিতে অবশ্য শেষ ওয়ানডেতে হেরেছে দল। আফগানিস্তানের বিপক্ষে এবার নতুন মিশন বাংলাদেশ ক্রিকেট দলের। মিরপুরের শেরেবাংলায় ২ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ।
মাঠে বসেই বাংলাদেশ-আফগানিস্তান টি-টুয়েন্টি সিরিজ দেখতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১ হাজার টাকায় দেখা যাবে খেলা। তেমনটাই মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজের প্রথম ম্যাচ ৩ মার্চ। পরেরটি ৫ মার্চ। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। দুটি খেলাই শুরু হবে বিকাল তিনটায়।
সেই দ্ই ম্যাচের টিকিট ছাড়ার ঘোষণা দেয় বিসিবি। পাঁচ ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে বুথ। বুধবার থেকে পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিনও বিক্রি হবে টিকিট। একইভাবে দ্বিতীয় ম্যাচের টিকিট পাওয়া যাবে আগের ও খেলার দিন।
৫ ক্যাটাগরির টিকিট কিনে দেখা যাবে খেলা। যেখানে গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ টাকা। সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারি মূল্য ১০০ টাকা।
করোনা বিধি-নিষেধ উঠে যাওয়ায় টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকের জন্য পুরো উন্মুক্ত থাকবে। মানে টিকিটও ছাড়া হবে বেশি।
Discussion about this post