নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। আগের ম্যাচেই চমক দিয়ে স্বপ্নের অভিষেক হয়েছিল তার। কিন্তু পরের ম্যাচেই দলে নেই অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। টি-টুয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। হ্যাটট্রিক করেও শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস। এই ম্যাচে বাংলাদেশ দলে অবশ্য কোনও পরিবর্তন নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শুরুর তিন ম্যাচে টাইগারদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ১৫ রানের। এখানে সৌম্য সরকার আর নাঈম শেখ তেমন ভাল খেলতে পারছেন না। বিশেষ করে সৌম্য হতাশ করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দ্রুত ৮ রানে ফেরেন তিনি। আগের তিন ম্যাচে সর্বোচ্চ ২ করা সৌম্য। চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২ রান।
অস্ট্রেলিয়ান দলে এসেছে দুই পরিবর্তন। নাথান এলিসের পরিবর্তে সুযোগ পেলেন অ্যান্ড্রু টাই। স্পিন শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে মিশেল সোয়েপনকে। বাদ পড়েছেন লেগ স্পিনার অ্যাডম জাম্পা।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হেইজেলউড।
Discussion about this post