ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তারপরও তৃপ্ত নয় টিম টাইগার্স। স্বাগতিকদের লক্ষ্য এবার হোয়াইটওয়াশ। সে মিশনে শনিবার চট্টগ্রামে পৌঁছেছে তামিম বাহিনী।
শনিবার দুপুরেই চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা। এরআগে গত ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগামী ২৫ জানুয়ারি (সোমবার) চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে টাইগারদের কাছে। এখন স্বাগতিকদের সামনে রয়েছে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ।
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে দুই দলের শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সেবার প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় খেলায় হেরেছিল মাশরাফি বিন মর্তুজার দল। তাই সিরিজ জিততে অপেক্ষায় থাকতে হয় শেষ ম্যাচ পর্যন্ত। তারপর তৃতীয় ম্যাচে গিয়ে জয় ধরা দেয়।
Discussion about this post