কলম্বিয়া ১ : সেনেগাল ০
পোল্যান্ড ১ : জাপান ০
ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
শেষ পর্যন্ত পোল্যান্ডের কাছে ০-১ গোলে হেরেও রাশিয়া বিশ্বকাপের শেষ ষোল’র টিকিট পেল জাপান। সেনেগালকে ১-০ গোলে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। তারপরও ফেয়ার প্লে সুবিধা নিয়ে কলম্বিয়ার সঙ্গে এশিয়ার দেশ জাপান পেয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের টিকিট।
বৃহস্পতিবার গ্রুপ এইচ এর লড়াই শেষে কলম্বিয়া আছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন। এরপরই সেনেগাল ও জাপান দুই দেশের পয়েন্ট সমান ৪। বিস্ময়কর ব্যাপার হল-তাদের গোল ব্যবধান শূন্য! গোলও করেছে সমান ৪টি। নিজেদের মধ্যে ম্যাচটি ২-২ গোলে ড্র। যে কারণেই ফিফা ডিসিপ্লিনারি রেকর্ডই বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এখানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল জাপান। আর চোখের জল ফেলে বিদায় নিল সেনেগাল।
ম্যাচটি জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ ছিল না কলম্বিয়ার। তারা সেই পথেই এগিয়েছে।৭৪ মিনিটে ইয়েরি মিনার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। পূরণ হয়েছে তাদের লক্ষ্য। অথচ এবারের বিশ্বকাপে হার দিয়েই শুরু করেছিল তারা।
অন্যদিকে গত দুই ম্যাচে দুর্দান্ত খেললেও বৃহস্পতিবার কিছুটা হতাশই করল জাপান। ভাগ্য সঙ্গী করেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেল সূর্যোদয়ের দেশটি। এশিয়ার পতাকা এখন তাদের হাতে। দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়া পারেনি। পেরে দেখাল জাপান! ২০০২ ও ২০১০ বিশ্বকাপে শেষবার দ্বিতীয় রাউন্ডে খেলেছে জাপান।
Discussion about this post