ভারতীয় ক্রিকেটে আজ একটা যুগের ইতি। বিরাট কোহলি আজ টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন। কিন্তু সংখ্যার চেয়ে অনেক বেশি নাড়া দিল তার লেখা কয়েকটি লাইন-যেখানে ধরা আছে টেস্টের প্রতি ভালোবাসা, সংগ্রাম, আত্মত্যাগ আর কৃতজ্ঞতা।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল জার্সি পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনও কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষা ফেলেছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব।’
কোহলির চোখে টেস্ট ক্রিকেট শুধু একটি ফরম্যাট নয়, বরং জীবন গড়ার বিদ্যালয়, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত-যেগুলো কেউ দেখে না, কিন্তু সেগুলিই আজীবন মনে গেঁথে থাকে।’
বোর্ডের অনুরোধ উপেক্ষা করে অবসর নেওয়ার সাহসী সিদ্ধান্তের পেছনে ছিল চিন্তা-ভাবনার গভীরতা। কোহলি লিখেছেন, ‘এখন যখন আমি এই ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এটা সহজ নয়। কিন্তু আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’
বিদায়বেলার এই উপলব্ধিতে কৃতজ্ঞতা যেন ছড়িয়ে পড়েছে প্রতিটি লাইনে, ‘আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি -এই খেলাটার প্রতি, মাঠে আমার সঙ্গী হওয়া মানুষদের প্রতি, আর তাদের প্রতি যাঁরা আমাকে এই পথচলায় সম্মান ও ভালোবাসা দিয়েছেন। আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’
কোহলির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১২৩টি টেস্ট ম্যাচ, ৯,২৩০ রান, ৩০টি শতরান, ৩১টি অর্ধশতরান। এসব সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে অগণিত স্মৃতি-অস্ট্রেলিয়ার মাটিতে লড়াই, ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্স, কিংবা দেশের মাটিতে দুর্ধর্ষ ইনিংস। কিন্তু আজ সেই গল্প থেমে গেল।
Discussion about this post