পেসারদের নিত্য সঙ্গী-ইনজুরি। ক্যারিয়ারের শুরু থেকেই অনেকে এনিয়ে সংগ্রাম করেন। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের অবস্থাটাও তাই। একইভাবে যন্ত্রণায় আছেন হাসান মাহমুদও তবে স্বস্তির কথা তিনি পিঠের চোটের চিকিৎসা নিয়ে লন্ডন থেকে বুধবার দেশে ফিরেছেন। একদিন বাদেই সেই লন্ডনের পথেই উড়াল দিলেন সাইফউদ্দিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আছেন লন্ডনে। রাত দশটার ফ্লাইটে লন্ডন যাচ্ছেন পেসার সাইফউদ্দিন। চিকিৎসা শেষে ৭ ফেব্রুয়ারি ফেরার কথা তার।
স্বস্তির খবর হাসানের সার্জারি লাগেনি। সাইফউদ্দিনেরও অস্ত্রোপচার নাও লাগতে পারে। এ কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবে চিকিৎসা। সাইফউদ্দিনের পিঠের চোট জটিল অবস্থায় আছে। ২০১৯ বিশ্বকাপের পরই তাকে ইংল্যান্ডে চিকিৎসার জন্য পাঠাতে চেয়েছিল বিসিবি। ইংল্যান্ড বিশ্বকাপ ইনজেকশন নিয়ে খেলেন তিনি।
এরপর গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে ফিরে আসেন মাঝপথে। এখন মাঠের বাইরে তিনি। সাইফউদ্দিন স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন। যা মূলত পিঠের চোট। এটি থেকে মুক্ত হতেই তিনি গেলেন যুক্তরাজ্যে।
Discussion about this post