ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি বছরের বড় একটা সময় মাঠে থাকতে দেয়নি তাকে। তারপরও যখনই ব্যাট-বল হাতে ছিল সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। সেই সাফল্যের পথ ধরে বছর শেষে প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে অনেক সাফল্য। ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।
২০১৮ সালে বাংলাদেশের হয়ে ১৫টি ওয়ানডে খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৪৯৭ রান ও বল হাতে ২১ উইকেট শিকার করেছেন তিনি।
বিশ্লেষক হার্শার একাদশে তার দেশ ভারতের রয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন ব্যাটসম্যান-রোহিত শর্মা, শিখর ধাওয়ান আর বিরাট কোহলি। আর বোলার কুলদীপ যাদব ও জাসপ্রিত বমুরাহ। ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট আর জস বাটলার আছেন এই তালিকায়। বাটলার উইকেটরক্ষক হিসেবে আছেন দলে। অলরাউন্ডার সাকিব ছাড়াও রয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।
আর স্পিনার হিসেবে হার্শার দলে রয়েছেন অলরাউন্ডার রশিদ খান আর পেসার দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।
হার্শা ভোগলের ২০১৮’র বর্ষসেরা একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কূলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও কাগিসো রাবাদা।
Discussion about this post