হারের বৃত্তেই আটকে আছে ইংল্যান্ড সফররত বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ কাউন্টি দলের কাছে হারের পর মঙ্গলবার ইংল্যান্ড লায়ন্সের কাছেও শোচনীয় হার দেখতে হল ‘এ’ দলকে। হারের ব্যবধান ২০২ রানে! আর সেটা ব্যাটিং ব্যর্থতায়। ব্রিস্টলে তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৩ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাবে ৪৭ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় জহুরুল ইসলামের দল। ২৮.৫ ওভারে ৩ উইকেটে ইংল্যান্ড লায়ন্স করেছিল ১১২ রান। সেখান থেকে ২০.১ ওভারে গ্যারি ব্যালান্স ও অধিনায়ক লুক রাইট ব্যাটিং তাণ্ডব চালিয়ে তোলেন ২২৫ রান। দু’জনই সেঞ্চুরি তুলে নেন। ব্যালান্স ৮৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১৫ এবং রাইট মাত্র ৬৮ বলে ১১ চার ও ১০ ছক্কায় অপরাজিত থাকেন ১৪৩ রানে। বাংলাদেশ ‘এ’ দলের ধীরগতি ব্যাটিং আর নিয়মিত উইকেট হারিয়ে বড় হার মেনে নেয়। জহুরুল সর্বোচ্চ ৩৬ রান করেন ৮০ বলে।
মার্শাল আইয়ুব ২৮ ও মমিনুল করেন ২৫ রান। রাইট, কারবেরি ও ব্রিগস ২টি উইকেট পান।
Discussion about this post