ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারে আরও একবার অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন মোহাম্মদ হাফিজ। গত বছরের আগস্টে হাফিজের বোলিংয়ে নতুন করে সমস্যা দেখা দেয়। ইংলিশ ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে খেলেন তিনি। সমারসেটের বিপক্ষে বোলিং করার সময় তার অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন আম্পায়াররা।
এরপরই লাফবোরো বিশ্ববিদ্যালয়ে ল্যাব টেস্ট করা হয় হাফিজের। তাতে ত্রুটি ধরা পড়ে। সেই রিপোর্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না পাকিস্তানের এই স্পিনার।এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ে এবং লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারের মূল্যায়ন পরীক্ষায় পাস করলেন হাফিজ। ফলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন থেকে ইংল্যান্ডে সব ধরনের প্রতিযোগিতায় বল করতে পারবেন তিনি।
পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলা হাফিজের মুখে ফের হাসি।
হাফিজের অ্যাকশন পরীক্ষায় দেখা যায় অফব্রেকের সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। কিন্তু আপিল করেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। অ্যাকশন বৈধ না হওয়ায় তাকে কাউন্টি ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিভিউ কমিটি। তবে জানানো হয়, অ্যাকশন শুধরে পুনরায় বোলিংয়ে ফিরতে পারবেন তিনি।
Discussion about this post