ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের জাতীয় দলে ফিরতে লড়াই চলছে মোহাম্মদ আশরাফুলের। এরি্মদ্যে প্রত্যাবর্তনের বড় একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম দফায় সেই সুযোগটা কাজে লাগাতে পারেন নি অ্যাশ। নিষেধাজ্ঞা থেকে মুক্তি শেষে দীর্ঘ পাঁচ বছর পর বিসিবির কোন দলে সুযোগ পেলে। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
খুলনায় বিসিবি সবুজ দল ও বিসিবি লাল দলের মধ্যেকার চারদিনের ম্যাচে কিছুই করতে পারলেন না আশরাফুল। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দিনে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আশরাফুল করেন মাত্র ১ রান।
বিসিবি লাল দলের হয়ে দ্বিতীয় উইকেট পড়তেই ক্রিজে যান আশরাফুল। ১০ বল খেলে মাত্র এক রান করে সাজঘরে ফিরে যান টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান।
ম্যাচে তাইজুল ইসলামের বলে জাকিরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন আশরাফুল। তার বিদায়ে হতাশ হয় গ্যালারিতে হাজির ভক্তরিা। ম্যাচটিতে বিসিবি সবুজ দল তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। আর অ্যাশের দল বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে তুলে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান।
আশরাফুল রান না পেলেও জাতীয় দলে ফেরার লড়াইয়ে ভাল খেলেছেন সৌম্য সরকার। ১০২ বলে ৬টি বাউন্ডারিতে ৪৮ রান করে আউট তিনি। মার্শাল আইয়্যুব ৬৩ রানে অপরাজিত।
Discussion about this post