ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
বল হাতে তখন প্রস্তুত হচ্ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভার। কিন্তু রান আপে দ্য ফিজ যেতেই হঠাৎই অন্ধকার সবকিছু! নিভে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সব ফ্লাডলাইট। বন্ধ হয়ে যায় খেলা। এরপর দর্শকরা মোবাইলের লাইটে ফুটিয়ে তুলেন অন্যরকম এক দৃশ্য!
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শুক্রবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচে এমনই বিদ্যুৎ বিভ্রাটের দেখা মিলল। খেলা বন্ধ ছিল ৯ মিনিট। রাত ৯টা ১৭ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ চলে যেতেই অন্ধকার হয়ে যায় হোম অব ক্রিকেট। যদিও বিকল্প লাইনে ফের সংযোগে চলে আসে আলো। প্রেসবক্স ও বিসিবি ভবনে আলোর দেখা মেলে। মাঠের ফ্লাড লাইট বন্ধ হয়ে গেলে আবার জ্বলে উঠতে সময় লেগেছে। ক্রিকেটাররা শুরুতে মাঠ ছাড়তে চাইলেও পরে অপেক্ষা করেন মাঠে।
এমন ঘটনা এর আগেও দেখা গেছে মিরপুরে। ২০১৬ এশিয়া কাপের ফাইনালে বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছিল। আবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফ্লাড লাইট নিভে যাওয়ায় খেলা বন্ধ থাকার ঘটনাও ঘটেছে।
এদিকে শুক্রবার ওভাই ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৪৪ রান। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ম্যাচ দাঁড়ায়ে ১৮ ওভারে। জবাব দিতে নেমে ২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।
Discussion about this post