ব্যাট হাতে তখন মাথা উচু করে রাজত্ব করছেন তিনি। সেঞ্চুরি থেকে কয়েক কদম দুরে দাঁড়িয়ে তামিম ইকবাল। ঠিক তখনই মাথা এলোমেলো হয়ে গেল বেন স্টোকসের। স্লেজিং করলেন। বেশ উত্তেজিত হয়ে গেলেন ইংলিশ অলরাউন্ডার। টাইগার ব্যাটসম্যান তামিম এসবে কখনোই দমে যাওয়ার পাত্র নন। হাত দিয়ে বারবার ইশারা দিয়ে যেন বললেন।
বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে এমন ঘটনায় অবশ্য তামিম অবশ্য মনোযোগ হারাননি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি। ১২৮ রানের স্মরণীয় এক ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে মুশফিকুর রহীমের ঝড় তোলা ৭৯ রান। সব মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ করল ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৫ রান।
মনোসংযোগ ব্যাঘাত ঘটাতে স্টোকসের চেষ্টায় কাজ হয়নি। সেই সময় ৮৪ রানে থাকা তামিম ঠিকই করেন সেঞ্চুরি। ফিরেছেন ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে।
এর আগে ঢাকার মাঠেও জমে উঠেছিল তামিম-স্টোকসের কথার লড়াই। যা কীনা আম্পায়ারের হস্তক্ষেপে থামে। এবার অবশ্য তেম জটিল পরিস্থিতি তৈরি হয়নি।
Discussion about this post