ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। গত ফেব্রুয়ারিতে বাঁধা পড়েন সাত পাকে। সৌম্য সরকার-প্রিয়ন্তি দেবনাথের প্রেমের সফল পরিণতি হল। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সৌম্য। এই ভিডিওতে নিজেদের পরিচয়, প্রেমের শুরুসহ একে অন্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সৌম্য-প্রিয়ন্তি।
প্রিয়ন্তি দেবনাথ পূজা বলেন- আমার বোনের রিসিপশনের দিন ও আমাকে প্রপোজ করে। একদম ভোরবেলা, ভোর ৪টা ১৪-তে সে আমাকে প্রপোজ করে। (সৌম্য জানান সালটা ছিল ২০১৬। তখন প্রিয়ন্তি বলে ওঠেন, ‘ও আপনার মনে আছে? আমি আপনাকে পরীক্ষা করছিলাম!’)
দেখে নিন তাদের বিয়ের ফটোফিচার-
Discussion about this post