ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সবকিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবরের শেষ দিকে আইসিসির নিষেধাজ্ঞা শেস হচ্ছে সাকিব আল হাসানের। তবে তার আগেই এ ক্রিকেটার অনুশীলন শুরু করবেন বিকেএসপিতে। এজন্য সোমবার তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন সাকিব। আর সেই লক্ষ্যে প্রস্তুতি সারতে দেশে ফিরতে যাচ্ছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে অবস্থানরত সাকিব দেশে ফিরবেন ৩১ আগস্ট (সোমবার)।
৩১ আগস্ট রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ে ট্রানজিট করে ঢাকায় পা রাখবেন সাকিব। এরপর বিকেএসপিতে নামবেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারবেন না, যেতে হবে পৃথকভাবে।
দেশে ফিরে সাকিব ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন বিকেএসপিতে। ইতোমধ্যে সেখানে সাকিবের জন্য করা হয়েছে বিশ্বমানের সব ব্যবস্থা।
এরআগে ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের ম্যাচ ফিক্সিং সম্পর্কিত তথ্য গোপন করায় ক্রিকেটীয় আইন মেনেই সাকিবকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয় আেইসিসি, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। যা শেষ হবে আগামী ২৯ অক্টোবর।
Discussion about this post